• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে হরতালের ডাক

প্রকাশিত: ১৬:৩৩, ২১ নভেম্বর ২০২২

আপডেট: ১৭:১১, ২১ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে হরতালের ডাক

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এই মহাসমাবেশ নিয়ে রাজনীতির মাঠ যখন আলোচনা-সমালোচনায় সরব ঠিক সেই সময়ে ৬ ডিসেম্বর অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দিলো সর্বজন বিপ্লবী দল নামে একটি রাজনৈতিক সংগঠন।

সরকারের সাবেক আমলা প্রকৌশলী ম ইনামুল হকের নেতৃত্বাধীন এই সংগঠন বলছে- শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিদায়, ভোটকেন্দ্র দখলমুক্ত কালো আইনমুক্ত নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবিতে এই কর্মসূচি দিয়েছে তারা। জনগণের ভোটাধিকার ও জবাবদিহিতামূলক সরকার ফিরে পেতে ১৭ দফা প্রস্তাবনাসহ একটি রোডম্যাপও দিয়েছে সংগঠনটি।

কেন এই হরতাল জানতে চাইলে প্রকৌশলী ম ইনামুল হক বাংলাভিশনকে বলেন, আমরা শেখ হাসিনার সরকারের বিদায়, ডিজিটাল আইন বাতিল এবং সংসদ নির্বাচন কালো আইন ও কালো টাকামুক্ত করার দাবিতে নিয়মিত হরতাল আহ্বান করে যাচ্ছি। আমরা বিএনপিসহ গণতন্ত্রকামী ডান-বাম দলগুলোকে আমাদের হরতালকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছি। কিন্তু বিএনপির আমাদের সমর্থন দেওয়া বা নিজেরা হরতাল দিতে দ্বিধাদ্বন্দে ভোগার মাধ্যমে তারা রাজনীতি থেকে পিছিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: 

 

তিনি বলেন, ভোলা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তার পরও তারা হরতাল দেওয়ার সাহস করেনি। তারা লোক দেখানো সমাবেশ করছে। অথচ সাধারণ মানুষ ও নেতাকর্মীরা দলের কাছে আশার আলো খুঁজছে। তাই আমরা বিএনপিকে লোক দেখানো কর্মসূচি ছেড়ে যথাযথ আন্দোলন কর্মসূচিতে আসার মেসেজ দিতে চাচ্ছি। বলতে চাচ্ছি তাদের হরতালভীতি কাটাতে হবে।

বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই হরতাল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা জ্বালাও পোড়াও বা পরিবহন বাধাগ্রস্ত করার হরতাল ডাকি না। তাছাড়া, আমাদের হরতাল বিএনপির কর্মসূচির ৪ দিন আগে। এটি তাদের কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে না বরং পথ দেখাবে।

আরও পড়ুন: 

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2