• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেলো বিএনপি, রয়েছে ২৬ শর্ত

প্রকাশিত: ১৬:৪২, ২৯ নভেম্বর ২০২২

আপডেট: ১৭:০৩, ২৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেলো বিএনপি, রয়েছে ২৬ শর্ত

ফাইল ছবি

চলমান কর্মসূচির আওতায় আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বিএনপিকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়।

তবে সমাবেশের জন্য বিএনপিকে ২৬টি শর্ত মানার শর্ত দিয়েছে ডিএমপি। মঙ্গলবার (২৯ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার বিকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আব্দুল মোমেনের সই করা এক চিঠিতে বিএনপিকে সমাবেশের অনুমতির কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হলো।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারম্যান খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দেশের প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে আটটি বিভাগে সমাবেশ শেষ করেছে দলটি। এরই অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর আগে ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ করবে জাতীয়তাবাদী দল।

তবে বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন বেছে নেওয়া হয়েছে এবং তারা সেখানেই সমাবেশ করার বিষয়ে অনড়। কিন্তু সরকারের একাধিক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা ঢাকার পাশে পূর্বাচল, কখনো মিরপুরের কালশীতে সমাবেশ করতে দেওয়ার কথা বলেছেন। সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি মিলেছে।

এর আগে মহাসমাবেশের স্থান দিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য সরকার অনুমতি দেবে। দ্রুতই বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। 

তবে বিএনপি অনুমতি না পেলেও নয়াপল্টনেই সমাবেশ করবে বলে অনড় অবস্থানে আছে।এমন অবস্থার মধ্যে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপিকে মহাসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2