বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা আ.লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম শ্রদ্ধা জানিয়েছেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতারা বঙ্গবন্ধুর বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তার পারিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটু সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম।
গত বুধবার (৩০ নভেম্বর) একই স্থানে গোপালগঞ্জ সদর উপজেলা ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিভি/এমএস/এইচএস
মন্তব্য করুন: