‘খেলা হবে’- এটি কোনো রাজনৈতিক শ্লোগান হতে পারে না : তোফায়েল

সংগৃহীত ছবি
‘খেলা হবে’- এটি কোনো রাজনৈতিক শ্লোগান হতে পারে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। এ ধরনের শ্লোগানের ব্যবহার বন্ধ হওয়া উচিত বলেও মত দেন তিনি।
আরও পড়ুন:
সকালে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হওয়ার মতো কর্মী নেই বলেই নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। দলটির বিশৃংখলা সৃষ্টির হীন উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ১০ ডিসেম্বর বিএনপির অপতৎপরতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার পরামর্শও দেন তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতার দল প্রথম খেলা হবে শ্লোগান দিয়ে কেন্দ্রে ক্ষমতাশীন বিজেপির বিরুদ্ধে নির্বাচনে জয়লাভ করে। সম্প্রতি আওয়ামী লীড় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায়ই বিএনপিকে উদ্দ্যেশ্য করে খেলা হবে বলে বক্তব্য দিয়ে আসছেন। আজ(শনিবার) ময়মনসিংহে আওয়ামী লীগের সমাবেশেও ওবায়দুল কাদের বক্তব্যের জন্য দাঁড়াতেই নেতা-কর্মীরা 'খেলা হবে বলে' স্লোগান দেন।
আরও পড়ুন:
মন্তব্য করুন: