বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ: ভেন্যু নিয়ে সর্বশেষ যা জানা গেল

নয়াপল্টনের ভেন্যু না দিলে পুলিশের দেওয়া সোহরাওয়ার্দী উদ্যানেও যাচ্ছে না বিএনপি। তবে তৃতীয় কোনো ভেন্যুতে ১০ ডিসেম্বরের মহাসমাবেশ হতে পারে।
রবিবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আব্দুস সালাম বলেন, গত কয়েকদিনে রাজধানীতেই বিএনপির সাড়ে ৭০০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৈঠক শেষে বিএনপির আরেক নেতা আমানউল্লাহ আমান বলেন, ‘কোনো বিশৃঙ্খলা নয়, ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ গণসমাবেশ করবে বিএনপি।’
তিনি বলেন, তবে বিকল্প ভেন্যু নিয়ে আলোচনার সুযোগ আছে। পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিকল্প ভেন্যু নিয়ে বৈঠকে বসবেন।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন-যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এর আগে, গত বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি নিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল।
সেই দলের নেতৃত্বে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এছাড়াও ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আরও পড়ুন:
বিস্তারিত আসছে...
বিভি/টিটি
মন্তব্য করুন: