• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আজও ফখরুলকে বিএনপি অফিসে যেতে দেননি পুলিশ(ভিডিও)

প্রকাশিত: ১১:৫৯, ৮ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৫:০৮, ৮ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ

আজ আবারও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পার্টি অফিসে যেতে দেননি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে এগারোটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আসলে নাইটিঙ্গেল মোড়েই মহাসচিবকে আটকিয়ে দেয় পুলিশ। বেশকিছুক্ষণ ধরে দলীয় কার্যালয়ে যাওয়ার কথা বললেও পুলিশ ভেতরে ঢুকতে দেয়নি। পরে ফিরে যান মির্জা ফখরুল।

সরকার হীন উদ্দেশ্যে ১০ই ডিসেম্বরের সমাবেশ বানচালে পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে হামলা চালিয়েছে। পুলিশ বোমা রেখে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে। দেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করে এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান মহাসচিব। 

অবিলম্বে বিএনপির দলীয় কার্যালয় খুলে দেয়ার দাবি জানিয়ে আটকদের মুক্তি দাবি জানান মির্জা ফখরুল। গণতান্ত্রিক অধিকার না থাকলে কিভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে। সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা এখানে নেই। গণতান্ত্রিক অধিকারতো দূরের কথা মানুষ সভ্য সমাজে বাস করছে না। সরকারের এধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।   

১০ই ডিসেম্বর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানে সরকারকে সহায়তার আহ্বান জানান বর্ষীয়ান এই নেতা।  


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2