ডিএমপি কমিশনারের সঙ্গে আবারও দেখা করতে যাচ্ছে বিএনপি

ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আবারও দেখা করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর দুইটায় বিএনপির পক্ষ থেকে দুই সদস্যের প্রতিনিধি দল যাবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
প্রতিনিধি দলের দুই সদস্য হলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।
আরও পড়ুন:
এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে যায়। সেখানে ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা।
বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চায় বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়।
এরও আগে গত এক সপ্তাহে কয়েক দফায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি।
আরও পড়ুন:
বিভি/টিটি
মন্তব্য করুন: