• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অনুমতি পেয়েই সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতা-কর্মীরা

প্রকাশিত: ১৭:০৪, ৯ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৭:৪১, ৯ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
অনুমতি পেয়েই সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতা-কর্মীরা

রাজধানীর সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পাওয়ার পরে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বিচ্ছিন্নভাবে এই মাঠে এসে জড়ো হচ্ছেন তারা।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।' 

আরও পড়ুন: 

 

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনকে মৌখিকভাবে বলা হয়েছে গোলাপবাগ মাঠের কথা। এখনও কাগজ দেয়নি।’

বৈঠক থেকে বের হয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ‘আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ গোলাপবাগ মাঠে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা গোলাপবাগ মাঠ ব্যবহার ও মাইক ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দেই। 

পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ জানিয়েছেন, গোলাপবাগ মাঠ ব্যবহার করার প্রস্তুতি নিন। তারা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2