জামিন মেলেনি ফখরুল-আব্বাসের, কারাগারে পাঠানোর নির্দেশ

পুরোনো ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন আবেদন না মন্জুর করেছেন আদালত। দলটির শীর্ষ এই দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে গ্রেফতার দেখিয়ে বিকালে তাদের আদালতে পাঠায় পুলিশ।
এজহারে উল্লেখ রয়েছে, নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয় থেকে ১৫টি ককটেল পাওয়া গেছে। তবে আইনজীবীদের শুনানিতে বলা হয়, এজহার বিশ্লেষণ করলে ককটেল পাওয়ার তথ্য মিথ্যা।
আরও পড়ুন:
আদালতে মামলার জামিন শুনানিতে আসামী পক্ষের আইনজীবীরা জানান, যে সকল ধারায় মামলা দায়ের হয়েছে তা বিশ্লেষণ করলে পার্টি অফিসে ককটেল রাখার সাথে মির্জা ফখরুল ও আব্বাসের সম্পিক্ততা থাকে না।
এদিকে বিএনপির শীর্ষ দুই নেতাকে আদালয়ে আনার আগে তাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবীরা কোর্ট প্রাঙ্গনে অবস্থান নেন। দফায় দফায় জড়িয়ে পরেন পুলিশের সাথে হাতাহাতিতে৷
আরও পড়ুন:
এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ ডিসেম্বর পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার ঘটনায় নির্দেশদাতা হিসেবে এ দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিভি/কেএস
মন্তব্য করুন: