• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নয়াপল্টনে প্রায় ৪০০ পুলিশ মোতায়েন

প্রকাশিত: ১১:২২, ১০ ডিসেম্বর ২০২২

আপডেট: ১১:২৫, ১০ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
নয়াপল্টনে প্রায় ৪০০ পুলিশ মোতায়েন

জনগণের জান ও মালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। সকালে নাইটিংগেল মোড় পরিদর্শনে এসব কথা বলেন তিনি।  বিপ্লব কুমার বলেন, যে কোন অপ্রতীকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর। এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নয়া পল্টনে বিএনপির অফিসের আশেপাশে প্রায় ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। 

রাজধানীতে গণপরিবহন সংকট রয়েছে সাংবাদিকদের  এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে পরিবহন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নির্দেশনা নেই।

এদিকে, সময়ের আগেই সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া দশটায় শুরু হয় এই গণসমাবেশ। মঞ্চে স্থায়ী কমিটির সদস্যসহ  কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।  ঢাকার স্থানীয় নেতারা শুরুতে বক্তব্য রাখছেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কোরআন পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সমাবেশ সঞ্চালনা করছেন।
নানা ঘটনার মধ্য দিয়ে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি পায় বিএনপি। তারপর শুক্রবার দুপুরের পর থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে মাঠে। বিকাল গড়াতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। 

শনিবার সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ ছাড়া সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছেন নেতাকর্মীরা।
এর আগে শুক্রবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০এর একটি দল।
গত ১২ অক্টোবর থেকে দেশের নয়টি বিভাগে গণসমাবেশ করেছে বিএনপি।  আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি।
বিএনপির ঢাকা মহানগর শাখার সদস্য সচিব আমিনুল হক জানান, রাতারাতি তারা মঞ্চ স্থাপন ও মাইক স্থাপনসহ অন্য সব ব্যবস্থা করেছেন। তিনি বলেন, ‘জনসভাকে সফল করতে লাখ লাখ মানুষ যোগ দেবেন।’

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2