দেশে শেখ হাসিনার চেয়ে ভারতের বিশ্বস্ত বন্ধু কেউ নেই: কাদের

বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের কেউ নেই বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ২৩, বঙ্গবন্ধু এভিনিউ এর দলীয় কার্যালয়ে সফররত ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিশ্বাস করি, ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে পাওনা পাওয়া যাবে না, বন্ধুত্বের মাধ্যমেই সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের কেউ নেই। ’
ওবায়দুল কাদের বলেন, ‘নরেন্দ্র মোদীর আন্তরিক সহযোগিতার কারণেই ছিটমহল বিনিময় সম্ভব হয়েছে। আরো যেসব অমীমাংসিত ইস্যু আছে, সেগুলোও বন্ধুত্বের মাধ্যমেই সমাধান হবে বলে আশা করি।’
তিনি আরও বলেন, ‘পদ্মাসেতু থেকে প্রতিদিন দুই কোটি ১০ থেকে ১২ লাখ টোল আদায় হচ্ছে। এছাড়া মেট্রোরেল থেকে ১০ দিনে ৮৮ লাখ টাকা ভাড়া আদায় করা হয়েছে।’
বিভি/এইচএস
মন্তব্য করুন: