• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কিছু মানুষ নিঃস্ব হচ্ছে আর কিছু আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে: নজরুল ইসলাম

প্রকাশিত: ১৫:৩৭, ২০ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৩৭, ২০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
কিছু মানুষ নিঃস্ব হচ্ছে আর কিছু আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণকেই যদি খুঁজে বের করে দিতে হয় কারা দুর্নীতি করেছে তাহলে আওয়ামী লীগ সরকারে আছে কেন? দেশের সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে আর কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২০ জানুয়ারি) নয়াপল্টনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, দেশ আজ এক দুঃসময় অতিক্রম করছে। মানুষ ধীরে ধীরে নিঃস্ব হচ্ছে আর কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। দেশের বাইরে ক্ষমতাসিনদের কি পরিমাণ সম্পদ আছে তা ধীরে ধীরে বেরিয়ে আসছে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নেতা যে পরিমাণ টাকা বিদেশে পাচার করার খবর বেরিয়ে এসেছে তাতে কেন্দ্রীয় নেতাদের কি অবস্থা তা সহজেই বোঝা যায়। বিদ্যুত গ্যাসের মুল্য আরেক দফা বাড়ানোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, সরকার এমন সব সিদ্ধান্ত নিচ্ছে তাতে জনগণের ভোগান্তি আরো বাড়ছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2