• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বগুড়া উপ-নির্বাচন: ১৭৯৪টি বুথে ইভিএমে ভোট গ্রহণ করা হবে

আব্দুর রহিম বগ্রা, বগুড়া

প্রকাশিত: ১৮:৫৯, ২৯ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বগুড়া উপ-নির্বাচন: ১৭৯৪টি বুথে ইভিএমে ভোট গ্রহণ করা হবে

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) -এর শুন্য আসনের উপ-নির্বাচন অবাধ, সুন্দর, সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার তার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এই দুই আসনের ১ হাজার ৭৯৪টি বুথে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ জন্য চাহিদার দেড় গুণ ইভিএম মজুদ থাকবে।  

রবিবার (২৯ জানুয়ারি) ওই দুই আসনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসনের কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে রির্টানিং অফিসার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এ কথা বলেন। 

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বগুড়ার উপ-নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ট পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, আনছার বাহিনীর সহযোগিতায় বগুড়া-৬ (সদর) আসনের জন্য নির্বাচন কমিশন থেকে ৪ প্লাটুন বিজিবি ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য ৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। প্রয়োজনে আরও ২ প্লাটুন বিজিবি চাওয়া হবে বলে তিনি জানান। 

আইন শৃঙ্খলা বাহিনীর পরিচালনায় দুই আসনে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। বগুড়া সদরের ১৪৩ টি কেন্দ্র ও বগুড়ার কাহালু-নন্দীগ্রামে ১১২ টি কেন্দ্র ভোট গ্রহণ করা হবে। বগুড়া-৬ (সদর) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৬৪৩ জন এবং বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন।
 
এ দিকে বগুড়া-৬ (সদর) আসনের কুড়াল মার্কার স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল তার নির্বাচনী প্রচারনার সময় তাকে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। কে বা কারা তাকে বাধা দিচ্ছে এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। দুপুরে বগুড়া প্রেসক্লাবে এই প্রার্থী এই সরকারের সময় উপ-নির্বাচন সুষ্ঠু হবে না বলেও অভিযোগ করেন। এক সময় বিএনপির রাজনীতি করা এই প্রার্থীর আশা নির্বাচন সুষ্ঠু হলে বগুড়া- ৬ সদর আসনের বিএনপির ভোটাররা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতেন।

বিভি/এআরবি/এজেড

মন্তব্য করুন: