• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

প্রকাশিত: ১৫:০২, ৪ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৭:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

নয়াপল্টনের সড়কে বিএনপির সমাবেশ

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনাসহ ১০ দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার একপাশ ভরে গেছে।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসছেন। বেলা দুইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। 
বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট। সমাবেশ উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। একই দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ করছে বিএনপি। মোট ১০টি বিভাগীয় শহরে চলছে এই কর্মসূচি।

ঢাকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। মঞ্চে উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

কুমিল্লা টাউন হল ময়দানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  রাজশাহীর সোনা মসজিদ মোড়ে স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরিশাল জেলা স্কুল মাঠে স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিলেট রেজিস্ট্রার মাঠে স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান, ফরিদপুরের কমলপুর হাইস্কুল মাঠে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, রংপুর মহানগর বিএনপি কার্যালয়ের সামনে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত থাকবেন।

বিএনপির পাশাপাপাশি বিএনপি সমমনা দলগুলোর সমন্বয়ে গঠিত বিভিন্ন জোট এই কর্মসূচির সাথে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। যুগপৎ আন্দোলন কর্মসূচির পঞ্চম কর্মসূচি এটি।

তেল গ্যাসের দাম কমানো, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল এবং বর্তমান সরকারের পদত্যাগসহ  দফা দাবিতে বিএনপির এই কর্মসুচি থেকে সামনে আরো কঠোর কর্মসূচি আসতে পারে বলে বিএনপি নেতারা। একই দাবীতে আরো চারটি বড় বড় কর্মসূচি যুগপৎভাবে পালন করেছে বিএনপি।

বিভি/এসএম/এজেড/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2