এই সরকারকে বিদায় দিতে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে: আমীর খসরু

ফাইল ছবি
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারকে বিদায় দিতে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামে বিএনপির পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
মহানগর বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ডা. শাহাদাত হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের সহ সভাপতি মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণে দেশের মালিকানা ফিরে পেতে রাস্তায় নেমে এসেছে। লক্ষ্য সফল না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। আওয়ামী লীগ এখন অসহায় উল্লেখ করে তাদের বিদায় করতে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেও জানান আমীর খসরু-।
বিভি/রিসি
মন্তব্য করুন: