• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগামী নির্বাচনে আ.লীগ একটি আসনেও নির্বাচন করতে পারবে না: আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ৪ মার্চ ২০২৩

আপডেট: ১৭:২১, ৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
আগামী নির্বাচনে আ.লীগ একটি আসনেও নির্বাচন করতে পারবে না: আমীর খসরু

ফাইল ছবি

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আগামী নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে গভীর দৃষ্টি রাখছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে আবারও ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যে কথা আওয়ামী লীগ ভাবছে তা যেন ভুলে যায়। ভোট চুরি তো দূরের কথা, সেপথে পা বাড়ালেই মুশিকল হবে বলে হুশিয়ার করেন তিনি। 

শনিবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের চৌমুহনী  এলাকায় কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচীতে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, মিথ্যা মামলার দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি নির্বাচন করতে না পারেন তবে ওয়ান ইলেভেনের সময়কার মামলা এবং ১২ বছরে গুম, খুন, দুর্নীতির দায়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ একটি আসনেও নির্বাচন করতে পারবে না। 

এসময় বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগের লোকজন ছাড়া দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। চোরের হাতে যেমন বাড়ি পাহারা দেয়া যায়না তেমনি ভোট চোর এই সরকারের অধীনেও দেশে আর কোনো নির্বাচন হবেনা বলেও মন্তব্য করেন তিনি। পরে পদযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

বিভি/এসপি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2