• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দান কারীদের তালিকা হচ্ছে: আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ২৬ মার্চ ২০২৩

আপডেট: ২৩:৪৩, ২৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দান কারীদের তালিকা হচ্ছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা জীবন দিচ্ছেন তাদের তালিকা তৈরী করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র এই সব পরিবারের দায়িত্ব নিবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (২৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, এক ব্যক্তি ও একটি পরিবারের ওপর মুক্তিযুদ্ধের সব অর্জনকে চাপাতে গিয়ে আওয়ামী লীগ নিজ দলের নেতাদের প্রতিই অবিচার করেছে। জেনারেল ওসমানী, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামের মতো নেতাদের নাম আওয়ামী লীগ মুখে নেয় না। তাদের অবদানকেও অস্বীকার করে। বিএনপি ক্ষমতায় এলে সব জাতীয় নেতাদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক কাদের গণি চৌধুরী ও ডা. শাহাদাৎ হোসেন বক্তব্য রাখেন।

বিভি/এসপি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2