• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আ.লীগ আরেকটি প্রহসনের নির্বাচনের জন্য বহুমুখী অপতৎপরতা শুরু করেছে: নোমান

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ৮ এপ্রিল ২০২৩

আপডেট: ১৬:৫৭, ৮ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
আ.লীগ আরেকটি প্রহসনের নির্বাচনের জন্য বহুমুখী অপতৎপরতা শুরু করেছে: নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান-ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভোটারবিহীন আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার জন্য নীল নকশা প্রণয়ন করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাত্তার মডেলের উপনির্বাচন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ নির্বাচনকে সামনে রেখে সরকার বহুমুখী অপতৎপরতা শুরু করেছে। কিন্তু তাতে কোন লাভ হবে না। গণআন্দালনের মুখে এই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। 

শনিবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সাগরিকা স্কোয়ারের সামনে পাহাড়তলী থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচীতে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ গ্যাস, দ্রব্য মৈূল্যের উর্ধ্বগতি, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি এই কর্মসূচী পালন করে। সারাদেশে দলটি আজ সাড়ে ৬’শ স্থানে একযোগে অবস্থান কর্মসূচি পালন করছে। বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি চলে। 

পাহাড়তলী থানা বিএনপির সভাপতি জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপি নেতা সামছুল আলম, এডভোকেট মফিজুল হক মভুঁইয়াসহ অন্যরা।

বিভি/এনইউ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2