• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিমানবন্দর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার মুক্তাদির গ্রেফতার

প্রকাশিত: ১৮:০২, ৮ এপ্রিল ২০২৩

আপডেট: ১৮:১৩, ৮ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
বিমানবন্দর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার মুক্তাদির গ্রেফতার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুক্তাদিরের গ্রেপ্তার বিষয়ে নগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, আমরা এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া জানাবো না। কারণ, মামলার কাগজপত্র সংগ্রহ করে দেখছি- আসলে ওয়ারেন্ট রয়েছে কি না। আমার জানামতে তিনি জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট বিএনপির শীর্ষ নেতা। তিনি সিলেটের বিএনপির রাজনীতির অন্যতম নীতিনির্ধারক। তার নিজস্ব একটি বলয় রয়েছে। গত জাতীয় নির্বাচনে তিনি সিলেট-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী নির্বাচনে অংশ নিলে মুক্তাদিরই মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2