প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় গোলাপের বাসায় দোয়া মাহফিল

ভিডিও থেকে সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
শুক্রবার (২৬ মে) বিকালে মাদারীপুর-৩ আসনের সকল নেতাকর্মীদের নিয়ে কালকিনি উপজেলার রমজানপুর এমপি গোলাপের নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় এমপি গোলাপ বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি একের পর এক ষড়যন্ত্র করছে। তাকে হত্যার হুমকি দিচ্ছে। ষড়যন্ত্র করে বিএনপির কোন লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে ভালবাসে। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।
আমরা সব সময় শেখ হাসিনার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে ভাল ও সুস্থ রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, রমজানপুর ইউনিয়নের চেয়ারম্যান মিল্টন ইব্রাহীম ড. মাওলানা আবদুল মোমিন শিরাজীসহ জেলা উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত শেষে নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণের মধ্যে দিয়ে দোয়া মাহফিল শেষ হয়
বিভি/এজেড
মন্তব্য করুন: