বিএনপি ভয় পাওয়া লোকদের দল না: শ্যামা ওবায়েদ

আমরা জানি কিভাবে দাবি আদায় করতে হয়। বিএনপি ভয় পাওয়া লোকদের দল না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
শনিবার (২৭ মে) বিকালে শরীয়তপুর শহরের রানী মহল চত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
জনসভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। নয় মাস মুক্তিযুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে। সেই শহীদ জিয়াউর রহমানের সহধর্মীনী তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দি। তার পরিবার আজকে অন্যায় অত্যাচারে জর্জরিত।
এসময় তিনি আরো বলেন, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করেনা। এই সরকার ভোট কাটা সরকার, ৩০ তারিখের ভোট ২৯ তারিখে নিয়ে গেছে। এখন আবার পায়তারা শুরু করেছে কিভাবে বিএনপিকে বাদ দিয়ে আবার ক্ষমতায় আসবে।
তত্ত্বাবধায়ক সরকারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা জানি কিভাবে দাবি আদায় করতে হয়। বিএনপি ভয় পাওয়ার লোক না। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সরকারের অধিনেই নির্বাচন হবে।
শ্যামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি আরোপ করেছে। যে ভোট চুরি করবে, ভোট চুরিতে সহায়তা করবে- তাদের ভিসা দেয়া হবে না।
জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এড. তাহমিনা আওরঙ্গজেব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালুসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের জেলার নেতা।
বিভি/এজেড/এইচএস
মন্তব্য করুন: