• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নির্বাচন বানচালের কথা কোনো গণতান্ত্রিক সরকার গ্রহণ করতে পারে না: রেলমন্ত্রী

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ১০ জুন ২০২৩

আপডেট: ২২:০১, ১০ জুন ২০২৩

ফন্ট সাইজ
নির্বাচন বানচালের কথা কোনো গণতান্ত্রিক সরকার গ্রহণ করতে পারে না: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্বাচনের জন্য যদি কেউ আলোচনা করতে চাই এটাতে কোন বাধা নাই। কিন্তু আপনি নির্বাচন বানচাল করার জন্য যদি কথা বলতে চান, সেটাতো কোন গণতান্ত্রিক সরকার গ্রহণ করতে পারে না। 

শনিবার (১০ জুন) বিকালে ভাঙ্গা-যশোর অংশের মধুমতি নদীর তীর রক্ষা কাজ পরিদর্শন শেষে নড়াইলের লোহাগড়ায় পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের মধুমতি আর্মি ক্যাম্পে সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ যাতে রেলসেবা পেতে পারে সে দিকে লক্ষ্য রেখে পদ্মাসেতুর সাথে ২য় পর্যায়ে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রীর নিদের্শে এ প্রকল্প নেওয়া হয়েছে। আগামী ২০২৪ সালের জুন মাসে এ প্রকল্প শেষ হবে। এ প্রকল্পের অন্যতম কাজ মধুমতি নদীর উপর সেতুসহ মধুমতি নদীর তীর রক্ষার কাজ পরিদর্শনের জন্য আমি এসেছি। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সরাসরি রেলচলাচল শুরু হবে। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার যে ১০টি উন্নয়ন প্রকল্প আছে, তার মধ্যে এই রেলপথ অন্যতম। 

এ সময় ভাঙ্গা যশোর রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনালের শামছুল আলম, জেলাপ্রশাসক মোহাম্দ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: