আজ বিদায় নিলো রহমতের দশ, যেসব আমল জরুরি

দেখতে দেখতে শেষ হলে গেল পবিত্র রমজান মাসের প্রথম দশদিন। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দশম রোজার ইফতারির মাধ্যমে শেষ হবে রহমত পর্ব। আজ রাতেই শুরু হবে মাগফেরাতের দিনের তারাবি। রহমতের এই বিদায়লগ্নে মুসলিম উম্মাহ কিছু বিশেষ আমল করে।
রহমতের শেষ দিনে মুসলিমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করেন। কেউ কেউ জিকির-আজকারেও সময় পার করেন। আর তাসবিহ-তাহলিল, তাহাজ্জুদ-নফল সালাত আদায় করাও একান্ত জরুরী। সামর্থ্য অনুযায়ী দান-সদকার দিকেও নজর দেন অনেকে।
এছাড়াও ফরজের পাশাপাশি নফল কাজগুলো বেশি বেশি আদায় করা জরুরি। দুনিয়াবি কাজ কমিয়ে দিয়ে ইবাদত-বন্দেগী বাড়ানো জরুরি। ক্ষমা চেয়ে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য দোয়া চাওয়া যেতে পারে। মাগফেরাতের আশায় নতুন পর্ব শুরু করতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া জানানো যেতে পারে।
মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বলতে থাকুন, ‘হে খোদা দয়াময়, তোমার রহমত তো আমাদের জন্যই, অনেক কিছু করতে পারিনি, চেষ্টা করেছি, তুমি দয়া কর। যেভাবে তোমার প্রিয় বান্দাদের করেছ। আমাকে তোমার রহমতপ্রাপ্ত বান্দাদের তালিকায় যুক্ত করে নাও। আমাকে কবুল করে নাও।
বিভি/এজেড
মন্তব্য করুন: