• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেহরি না খেলে কি রোজা হবে?

প্রকাশিত: ১৩:৫১, ৫ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
সেহরি না খেলে কি রোজা হবে?

রমজান ইবাদতের বসন্তকাল। মুমিন হৃদয় ইবাদতে মশগুল থাকার মাস, সংযমের মাস। মুসলিমরা মত্ত থাকেন আমলে। আর সেহরি রোজার অন্যতম অনুষঙ্গ। সেহরিতে রয়েছে বরকত। এই সেহরি না খেলে কি রোজা হবে?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, সেহরি খাওয়া সুন্নত। সেহরি না খেয়ে রোজা রাখা জায়েজ হবে, এতে কোনো আপত্তি নেই। তবে সেহরির সময় কিছু খেয়ে নেওয়াই বরকতময়। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সেহরি খাও! কেননা সেহরিতে মহান আল্লাহ বরকত রেখেছেন। (বুখারি, হাদিস: ১৯২৩; মুসলিম, হাদিস: ১০৯৫)

মনে রাখতে হবে, পেট ভরে খেতে হবে-- এমন কোনো শর্ত নেই। মাছ, দুধ বা খেজুর কিংবা হালকা কিছু খেলেও সেহরি খাওয়া হয়। কেউ যদি সেহরিতে উঠতে না পারে, তাহলে তাকেও রোজা রাখতে হবে। সেহরি খাওয়া মুস্তাহাব ও বরকত। (বিনায়া শরহে হেদায়া: ৪/১০৩)

মুসলমান আর ইহুদি-খ্রিস্টানদের রোজার পার্থক্য সেহরি। সেহরি খাওয়ার অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সেহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই।’ (মুসলিম, হাদিস: ১৮৪৩; তিরমিজি, হাদিস: ৬৪২)

বিভি/টিটি

মন্তব্য করুন: