দেখা যায়নি জিলকদ মাসের চাঁদ, বুধবার থেকে মাস গণনা শুরু

ফাইল ছবি
বাংলাদেশের আকাশে দেখা যায়নি পবিত্র জিলকদ মাসের চাঁদ। ফলে আগামীকাল (মঙ্গলবার) পবিত্র শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। এ ছাড়া আগামী বুধবার (৩০ এপ্রিল) থেকে পবিত্র জিলকদ মাসের গণনা শুরু হবে।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আশকোনা হাজী ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় জানানো হয়, আজ ২৯ শাওয়াল ১৪৪৬ হিজরি, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ এপ্রিল বুধবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: