• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা ছেড়েছে বছরের প্রথম হজ ফ্লাইট

প্রকাশিত: ০৯:৩০, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা ছেড়েছে বছরের প্রথম হজ ফ্লাইট

ফাইল ছবি

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন হজযাত্রীরা। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে প্রথম ফ্লাইটে ৩৯৮ হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় একটি ফ্লাইট ।

প্রথম দিনে ১০টি ফ্লাইটে যাত্রী ৪১৮০ জন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 

এছাড়া, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। উত্তরার আশকোনা হাজিক্যাম্পে হজযাত্রীরা জানান, এবারের আয়োজন আগের চেয়ে অনেকটাই ভালো। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2