সৌদিতে শনিবার শুরু হচ্ছে রোজা

ফাইল ছবি
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে রোজা রাখবেন সৌদি আরবসহ মধ্যেপ্রাচ্যের দেশগুলোর মুসলিম ধর্মাবলম্বীরা। সূত্র গালফ নিউজ।
শুক্রবার (১ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যেপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। সৌদির চাঁদ পর্যবেক্ষণ কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ-আল-খুদাইরি এ তথ্য নিশ্চিত করেছেন।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পর এবার করোনা বিধিনিষেধ ছাড়াই পবিত্র রমজান মাস পালন করতে যাচ্ছে দেশটি।
এদিকে রমজান মাস উপলক্ষে মুসলিম উম্মাহের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
পবিত্র এই মাসটিতে সুষ্ঠুভাবে এবাদত-বন্দেগী করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগে থেকেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অফিস সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আরবি পঞ্জিকা অনুসারে নবম মাসকে ধরা হয় রমজান মাস হিসাবে। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারসহ সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকাকে রোজা বলেন। এনিয়ে পবিত্র কোরআন ও হাদীস শরীফে বিস্তারিত বর্ণনা রয়েছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: