• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৮, ৯ এপ্রিল ২০২২

আপডেট: ১৩:৪৫, ৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
এবার ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে জন প্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা। শনিবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা এসময় উপস্থিত ছিলেন।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে।

নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মুসলমানেরা এসব পণ্যের যেকোনো একটির বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। এসব পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তাই স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

ফিতরা আদায়ের ক্ষেত্রে নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে।  মুসলমান নারী-পুরুষের উভয়ের ওপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।

গত বছর (২০২১ সালে) সর্বোচ্চ ফিতরা ছিলো ২,৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিলো ৭০ টাকা।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2