• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দৈনন্দিন জীবনের এই ছোট পাঁচটি আমল বদলে দেবে ভাগ্য

প্রকাশিত: ১২:২৬, ৩১ মে ২০২২

ফন্ট সাইজ
দৈনন্দিন জীবনের এই ছোট পাঁচটি আমল বদলে দেবে ভাগ্য

ধর্মীয় বিধান মেনে চলার মাঝে এক ধরনের স্বস্তি কাজ করে। বিশেষ করে যারা ধর্মভীরু তাদের মধ্যে তো আলোড়ন সৃষ্টি হয় বিভিন্ন বিধান মানার ফলে। প্রতিদিন চলার পথে ছোটখাটো কিছু আমল বদলে দেবে অভ্যাস বদলে দেবে জীবন।

যেমন আমল:-১

প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন: "উচ্চারণ:- আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহ"

ফজিলত: "যে ব্যাক্তি ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। (সহীহ মুসলিম, হাদিস নং-২৩৪)

আমল:-২
প্রত্যেক ফরজ নামাজ শেষে ''আয়তাল কুরসী" পাঠ করুন:
আয়তুল কুরসী কুরসি হচ্ছে এই- اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-

বাংলা উচ্চারণ-   আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)

ফজিলত:- "যে ব্যক্তি ফরজ নামাজের পর একবার আয়তাল কুরসী পাঠ করবে, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার আর কোন বাধা নাই। (সিলসিলাহ সহিহাস, হাদিস নং-৯৭২)

আমল:- ৩

প্রত্যেক ফরজ নামাজ শেষে:-
- ৩৩ বার সুবহানআল্লাহ,
- ৩৩ বার আলহামদুলিল্লাহ,
- ৩৩ বার আল্লাহু আকবার
এবং একবার এই দোয়াটি পড়া: লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলুক ওয়ালাহুল হামদ ওয়াহুয়া 'আলা কুল্লি শাই'ইন কাদির।

ফজিলত: অতীতের সমস্ত ছগীরা গোনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমান ও হয়।  

এছাড়া হাদিসে রয়েছে  নিঃসন্দেহে প্রত্যেক তাসবিহ সদকা, প্রত্যেক তাকবির সদকা, প্রত্যেক তাহলিল সদকা (সহীহ মুসলিম, হাদিস নং-১২২৮),(সহিহ মুসলিম, হাদিস : ১০০৬)

আমল:-৪

প্রতিরাতে সূরা মুলক পাঠ :

সূরা আল-মুলক (আরবি ভাষায়: الملك) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল-কুরআনের ৬৭ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৩০ এবং রূকু(অনুচ্ছেদ) সংখ্যা ২। সূরা আল-মুলক মক্কায় অবতীর্ণ হয়েছে।

এ সূরাটি কোন সময় নাযিল হয়েছিলো তা কোন নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় না। তবে বিষয়বস্তু ও বর্ণনাভংগী থেকে স্পষ্ট বুঝা যায় যে, সূরাটি মক্কী জীবনের প্রথম দিকে অবতীর্ণ সূরাসমূহের অন্যতম।

ফজিলত: নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেন, 'সূরাহ মুলক (তিলাওয়াতকারীকে) কবরের আজাব থেকে রক্ষা করবে।
(সহীহ তারগিব, হাকিম-৩৮৩৯)

আমল:-৫

রাসূল সাঃ বলেছেন তোমরা যখন ঘুমানোর উদ্দেশে বিছানায় যাবে তখন   ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার ‘‘আল হামদুলিল্লাহ’ এবং ৩৪ বার  ‘‘আল্লাহ্ আকবার’’ পড়ে নিবে। 
এটা খাদিম অপেক্ষা অনেক উত্তম। (সহিহ মুসলিম, হাদিস : ১০০৬)

তাই আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ণ আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপর একজন ভাই-বোন কেও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দেই।আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন!

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2