• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পড়ুন ছোট্ট এই দুয়া

প্রকাশিত: ১৪:৫২, ৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পড়ুন ছোট্ট এই দুয়া

ব্যস্ত জীবনে সুস্থতা বড্ড প্রয়োজন। যান্ত্রিক হয়েছে সভ্যতা, যন্ত্রে পরিণত হয়েছে মানুষ। একটু বিশ্রাম যেন এখন সোনার হরিণ। এই ব্যস্ত জীবনে মাথা ব্যথা যেন সবার একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

মাঝে মধ্যে একটু-আধটু মাথা ব্যথা হয় না- এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ঘুম কম হলে অথবা অধিক দুশ্চিন্তায় কিংবা অন্য কারণ-অকারণে মাথা ব্যথা হতে পারে। তাই মাথা ব্যথা হলে না ঘাবড়িয়ে ব্যথা না হওয়ার মাধ্যম ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই শ্রেয়।

মাথা ব্যাথা হলে কী দোয়া পড়তে হবে তা কোরআন-হাদিসে বিশেষভাবে উল্লেখ নেই। তবে আলেম-ওলামা ও ধর্মীয় বিশেষজ্ঞরা কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন আমল নির্ণয় করেছেন। পাশাপাশি বিভিন্ন দোয়াও উল্লেখ করেছেন।

যারা মাইগ্রেনসহ বিভিন্ন কারণে মাথা ব্যথায় আক্রান্ত হন। তাদের এ ব্যথা থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক; মাথা ব্যথা হলে কোরআনুল কারিমের যে দোয়াটি পড়তে হবে-

আরবি উচ্চারণ: لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

উচ্চারণ: লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন। (সূরা: ওয়াকিয়া, আয়াত : ১৯)। 

যেভাবে এ দোয়া পড়বেন: যখন কারো মাথা ব্যথায় হয়। তখন তার ডান হাত দিয়ে মাথা চেঁপে ধরে তিন বার এই দোয়াটি পাঠ করবে। ইনশাআল্লাহ! মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। 

সুস্থতা আল্লাহ তায়ালার বড় নিয়ামত। ধর্মীয় বিধান মেনে আল্লাহ আমাদের জীবন যাপন করার তাওফিক দান করুক। আমাদেরকে সুস্থতা দান করুক। আমিন...

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2