যেসব কারণে ভাগে কোরবানি হবে না

ছবি: সংগৃহিত
গরু কিংবা উট সর্বোচ্চ সাত ভাগে কোরবানি দেওয়া যাবে। সহীহ মুসলিম শরিফের হযরত জাবের (রা.) বর্ণিত একটি হাদিস অনুযায়ী তা প্রমানিত। তবে অনেকে বলে থাকেন- এই হাদিস অনুযায়ী হজের সফর ব্যাতিত অন্য সময়ে তা দেওয়া যাবে না। তবে সুনানে আবু দাউদ শরিফে আরেক হাদিস দ্বারা প্রমাণিত যে, অন্য সময়েও সাধারণভাবে সর্বোচ্চ ৭ ভাগে কোরবানি করা যাবে।
আরও পড়ুন: কোরবানির গোশত ভাগ করতে যে যে নিয়ম মানতে হবে
তবে কিছু ক্ষেত্রে ভাগে কোরবানি জায়েয হবে না, যেমন- ১. নিয়ত: অংশীদারদের সবার নিয়ত সঠিক হতে হবে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরবানি, সবার এই নিয়ত থাকা। একজনেরও যদি ভিন্ন নিয়ত থাকে তবে কোরবানি হবে না। ২. হালাল উপার্জন: যৌথ কোরবানিতে কারও উপার্জন যদি হালাল না হয় তবে কোরবানি হবে না। ৩. লৌকিকতা: কারও মধ্যে লৌকিকতার প্রবণতা থাকলে কোরবানি হবে না।
আরও পড়ুন: যে দোয়ার আমলে দ্রুত বিয়ে হয়
বিভি/এমআর
মন্তব্য করুন: