কোরবানির ঈদে রাসুল (স.) কয়েকটি সুন্নত কখনই মিস করতেন না

ফাইল ছবি
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই অনেকগুলো মুসলিম দেশে শুরু হবে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। এর মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই পালিত হয়েছে কোরবানির ঈদ। ঈদুল আজহা তথা কোরবানির দিনে পালনের জন্যর রাসুল (স.) এর বেশ কিছু সুন্নত আছে। যে সুন্নতগুলো সওয়াবের পাল্লা ভারি করে।
যেমন-
> অতি দ্রুত ঘুম থেকে জেগে ওঠা। (বায়হাক্বি ৬১২৬)
> সুন্দর মতো মিসওয়াক করা (তাবয়িনুল হাকায়েক ১/৫৩৮)
> উত্তমরূপে গোসল করা (মুয়াত্তায়ে মালিক ৪২৬; ইবনু মাজাহ ১৩১৫)
> শরিয়াহসম্মতভাবে নিজেকে সজ্জিত করা (বুখারি ৮৮৬; মুসলিম ২০৬৮)
> নিজের সবচেয়ে উত্তম ও শালীন পোশাক পরিধান করা (বুখারি ৭৫৬০)
> সুগন্ধি ব্যবহার করা (মুসতাদরাক হাকিম ৫৬০)
> দ্রুত ঈদগাহে যাওয়া (আবু দাউদ ১১৫৭)
> ঈদগাহে যাওয়ার পূর্বে খাবার না খাওয়া (বুখারি ৯৫৩; আহমাদ ১৪২২)
> ঈদগাহে যাওয়া-আসার রাস্তা পরিবর্তন করা (বুখারি ৯৮৬; ইবনু মাজাহ ১৩০১)
> পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া (আবু দাউদ ১/১৬৪; ইবনু মাজাহ ১০৭১)
> ঈদগাহে যাওয়া-আসায় উচ্চকণ্ঠে তাকবির (আল্লাহু আকবার, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহির হামদ) পাঠ করা (সূরা হাজ্জ ৩৭; বায়হাক্বি ৩/২৭৯; ইবনু আবি শায়বাহ ১/৪৮৭)
> ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। কোনো দুর্যোগ থাকলে মসজিদে ঈদের জামাত জায়েজ (বুখারি হা/৯৫৬)
> ঈদের সালাতের আগে কিংবা পরে কোনও নফল সালাত আদায় না করা (বুখারি ৯৮৯; ইবনু মাজাহ ১২৯১)
> নামাজ শেষে বিলম্ব না করে পশু জবাই করা (বুখারি ৯৬৫)
> কোরবানির পশু নিজ হাতে জবাই করা (প্রয়োজনে অন্যকে দিয়ে জবাই করানো জায়েজ) (মুসলিম ৫১৯৯)
> কোরবানির মাংস দিয়ে দিনের প্রথম খাদ্য শুরু করা (তিরমিযি ৫৪৩; ইবনু মাজাহ ১৭৫৬)
> ঈদের শুভেচ্ছা বিনিময়ে ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম’ বলা (ফাতহুল বারি ২/৫১৭)
এভাবেই ধর্মীয় বিধান মেনে ত্যাগের মহিমায় পালিত হোক আমাদের ঈদ। আল্লাকপাক সবাইকে এগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমিন
বিভি/এজেড
মন্তব্য করুন: