• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ১৩ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:২৪, ১৩ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

আগামী জানুয়ারিতে তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। এজন্য বেশ আগেই দিন তারিখ ঘোষণা করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ২০২৩ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলীগ জামাতের দুই পক্ষকে (যোবায়ের গ্রুপ ও ওয়াসেকপন্থি) আনা হয়েছিল। গতবারের মতোই এবারও ইজতেমা সংক্ষিপ্ত আকারে হবে।

প্রতি বছর সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শীতের সময়ে বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে এই ইজতেমায়। কিন্তু বিশ্ব লণ্ডভণ্ড করে দেয়া করোনা মহামারির কারণে ২০২২ সালে ইজতেমা আয়োজন করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ভোজ্যতেলের আমদানি ৫০ শতাংশ কমানো হবে: কৃষিমন্ত্রী

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2