• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইসলামি বই মেলায় হাজির শায়খ আহমাদুল্লাহ, জানালেন একটি আহ্বান

প্রকাশিত: ২০:১১, ১৯ অক্টোবর ২০২২

আপডেট: ২০:১৫, ১৯ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
ইসলামি বই মেলায় হাজির শায়খ আহমাদুল্লাহ, জানালেন একটি আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। মঙ্গলবার (১৮ অক্টোবর) ইসলামি বইমেলায় হাজির হন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। এ সময় প্রত্যেককে অন্তত একটি করে ইসলামি বই কেনার আহ্বান জানান তিনি।

মেলায় আসা পাঠক ও দর্শনার্থীদের উদ্দেশে আহমাদুল্লাহ বলেন, আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো বই কেনা এবং আমাদের যেন বই পড়ার অভ্যাস হয়। এখানে এসে সেলফি তুললাম, ফেসবুকে কিছু লাইক কমেন্ট কামাই করলাম এটা যেন আমাদের লক্ষ্য বা টার্গেট না হয়। আসুন আমরা অবশ্যই বই পড়ার নিয়ত করি। বিশেষ করে নবী কারিম (স.)-এর জীবনীর ওপর অন্তত একটি বই আমাদের প্রত্যেকের পড়া উচিত।

তিনি ইসলামিক ফাউন্ডেশনকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং মেলার জন্য আরও বড় জায়গা দরকার বলে ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করেন।

ইসলামি বইমেলা ইতোমধ্যে বইপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত। মেলায় ৬২টি ইসলামি প্রকাশনা অংশগ্রহণ করেছে।

গত ৮ অক্টোবর মেলার উদ্বোধন করনে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। মেলা শেষ হবে ৮ নভেম্বর।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2