• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিয়ের ক্ষেত্রে মহানবী (সা.) এর সুন্নাত তরিকাগুলো জানেন?

প্রকাশিত: ২৩:২৪, ২০ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিয়ের ক্ষেত্রে মহানবী (সা.) এর সুন্নাত তরিকাগুলো জানেন?

আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে প্রচলিত একটি সুন্নত সবাই জানেন। আর সেটা হলো-পুরুষদের ৪টি বিয়ে করা সুন্নাত। কিন্তু এ ছাড়া আরও কিছু সুন্নাত আছে যেগুলো প্রচলিত নয়। আসুন বিয়ের ক্ষেত্রে বাকি সুন্নাতগুলো জেনে নিই।

> বয়স্ক নারীকে বিবাহ করা সুন্নাত। মহানবী (সা.) তার চেয়ে বেশি বয়সী নারী হিসেবে হযরত খাদিজা (রা.)কে বিবাহ করেছিলেন।

> ডিভোর্সী নারীকে বিবাহ করা সুন্নাত। মহানবী (সা.) এর প্রথম স্ত্রী বিবি খাদিজা (রা.) তার চেয়ে তালাকপ্রাপ্তা ছিলেন। এছাড়াও কয়েকজন স্ত্রী ছিলেন যাদের আগে অন্যত্র বিবাহ হয়েছিল।

> বিধবা নারীকে বিবাহ করা সুন্নাত। মহানবী (সা.) এর স্ত্রীদের মধ্যে কয়েকজন বিধবা ছিলেন। সাওদাহ বিনতে জামআ ছিলেন বিধবা। তার স্বামী আস-সাকরান ইবনে আমরের মৃত্যুর পর মহানবী (সা.) তাকে বিয়ে করেন। জয়নব বিনতে খুযায়মাও বিধবা ছিলেন।

এছাড়া আরও কয়েকটি উল্লেখযোগ্য সুন্নাত আছে যেগুলো পালন করা অতি সহজ। আর দাম্পত্য করে তোলে বেশ মধুর। যেমন-

> স্ত্রীর সাথে রান্না করার কাজে, পরিস্কারের কাজে, ধোয়া-মোছার কাজে সহায়তা করা সুন্নাত।

> ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নাত।

> স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নাত।

> স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নাত।

> স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নাত।

> স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং তাকে যখন প্রয়োজন হয় স্বান্তনা দেওয়া সুন্নাত।

> স্ত্রীর সাথে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত।

> স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নাত।

> স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নাত।

> পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নাত।

> স্ত্রীর পিতা-মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নাত।

> স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নাত।

> স্ত্রীর অভিমান ভাঙ্গানো সুন্নাত।

> স্ত্রীর কোলে শুয়ে কুর'আন তিলাওয়াত করা সুন্নাত।

> স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত।

অনেক পুরুষই আছেন, যারা এগুলোর একটা সুন্নাতও পালন করতে রাজি হন না। কিন্ত ৪ বিয়ের সুন্নাতটা পালন করতে তারা সদা প্রস্তুত। ৪টা বিয়ের ক্ষেত্রে সব স্ত্রীকে আলাদা বাসস্থান, সমান অধিকার না দিলে কেয়ামতের ময়দানে শুয়ে শুয়ে খোড়ায়ে যেতে হবে। স্ত্রীর অধিকারগুলা ভালোভাবে আদায় করুন। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক। আমিন....

বিভি/এজেড

মন্তব্য করুন: