• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেখা গেছে রজবের চাঁদ, জানা গেল পবিত্র শবে মেরাজের তারিখ

প্রকাশিত: ১৯:১৬, ২৩ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:০২, ২৩ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
দেখা গেছে রজবের চাঁদ, জানা গেল পবিত্র শবে মেরাজের তারিখ

আরবী বর্ষ অনুযায়ী ষষ্ঠ মাস শেষ হচ্ছে। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দেখা গেছে নতুন চাঁদ। এতে করে শুরু হচ্ছে পবিত্র রজব মাস। আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এই হিসাবে জানা গেছে আগামী ১৯ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

আরও পড়ুন: 

 

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।

সভা থেকে জানানো হয়, পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলাদেশের আকাশে সোমবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। 

এই হিসাবে আগামী ২৪ জানুয়ারি পবিত্র রজব মাস গণনা শুরু এবং আগামী ১৯ ফেব্রুয়ারি রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন: