• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোন কোন কাজের কারণে রোজা ভেঙে যায়?

প্রকাশিত: ১৭:৫৭, ২৫ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
কোন কোন কাজের কারণে রোজা ভেঙে যায়?

ইসলামের ৫ স্তম্ভের অন্যতম স্তম্ভ রোজা। ইমান, নামাজ ও জাকাতের পরই রোজার স্থান। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকাই হলো রোজা। তবে রোজা থাকাবস্থায় এমন কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভেঙে যায়।

আসুন জেনে নেই যেসব কাজের কারণে রোজা ভেঙে যায়:

১. ইসলাম ত্যাগ করলে
২. বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা
৩. জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে
৪. ইচ্ছা করে বমি বা মুখ ভরে বমি করলে
৫. গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে
৬. কুলি করার সময় অনিচ্ছায় গলার ভেতর পানি প্রবেশ করলে
৭. ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে
৮. রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে। 
৯. রাত অবশিষ্ট আছে মনে করে সুবেহ সাদিকের পর পানাহার করলে
১০. কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে
১১. মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব
১২. ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে
১৩. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে
১৪. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে

মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনায় এ মাস কাটানোর নিয়্যত করি। আল্লাহপাক আমাদের সবাইকে তাওফিক দান করুক।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2