• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাবা থেকে মিনায় যাচ্ছেন হাজিরা 

প্রকাশিত: ১০:০৭, ২৬ জুন ২০২৩

ফন্ট সাইজ
কাবা থেকে মিনায় যাচ্ছেন হাজিরা 

ফাইল ছবি

রবিবার (২৫ জুন) বিকালে পবিত্র কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ সোমবার (২৬ জুন) পবিত্র কাবা থেকে মিনায় নেওয়া হচ্ছে হাজীদের। 

মিনা প্রান্তরের যেদিকে চোখ যায়, সেদিকেই রয়েছে সাদা তাবু। হজের পাঁচ দিনের প্রথম দিন মিনায় অবস্থান করা। এখানে অংশ গ্রহণ করা এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা সুন্নত।

মিনায় অবস্থানের পর পর্যায়ক্রমে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং জামারাতে কঙ্কর নিক্ষেপ, কোরবানিসহ নানা আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। আগামী ১২ জিলহজ (২৮ জুন) শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

মিনা প্রান্তর মুখরিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ ধ্বনিতে।

সৌদি আরবের গ্রীষ্মের প্রখর গরম আবহাওয়া উপেক্ষা করে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় হজে চলছে। রবিবার দিনভর মক্কার গ্র্যান্ড মসজিদের বৃহৎ কালো ঘনক কাবা ঘরে হজ যাত্রীদের ভিড়ে এক ভাব গম্ভীর পরিবেশ সৃষ্টি হয়।

এদিকে হজের কার্যক্রম ঝক্কি-ঝামেলাহীনভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ এবং বিভিন্ন দেশের হজ মিশনগুলো। হাজীদের মিনায় নেওয়ার জন্য সেখানে সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। 

বিভিন্ন দেশের মুসল্লিদের আগমনে মক্কার রাস্তাঘাট এখন গমগম করছে। সাদা তাবুতে ছেড়ে গেছে মক্কার ওলিগলি। এ বছর সৌদি আরব হজের জন্য বয়সসীমার বিষয়ে শিথিলতা আরোপ করেছে। 
 

বিভি/এজেড

মন্তব্য করুন: