ভেজাল মসলা বাজারজাত করায় ৩ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

ফাইল ছবি
চট্টগ্রামের খাতুনগঞ্জে ভেজাল মসলা তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। লাল রং মিশ্রণ করে নষ্ট কাঁচা মরিচকে শুকিয়ে মরিচের গুঁড়া, বিভিন্ন ভেজাল মসলা গুঁড়া প্রস্তুত ও বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরেও একটি প্রতিষ্ঠানকে সিলাগালা করা হয় এ সময়।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
কোরবানী ঈদে মসলার চাহিদা বেশি থাকার সুযোগে এভাবে ভেজাল মিশ্রিত মরিচের গুঁড়া ও বিভিন্ন মসলা বিক্রি করে আসছিলো প্রতিষ্ঠান দুটি।
বিভি/টিটি
মন্তব্য করুন: