• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মৌলভীবাজার পৌরসভায় ২০২ কোটির বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ৫ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
মৌলভীবাজার পৌরসভায় ২০২ কোটির বাজেট ঘোষণা

মৌলভীবাজার পৌরসভা ২০২৩-২৪ অর্থবছরের ২০২ কোটি ৯৬ লক্ষ ৬৩ হাজার ৫৭৯ টাকার বাজেট ঘোষণা করা করেছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে পৌরসভা বোর্ডরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।

বাজেট বক্তব্যে পৌর মেয়র বলেন, ১১ কোটি ১১ লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরে ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এপর্যন্ত ঋণ পরিশোধ করেছেন ৮ কোটি ২২ লক্ষ টাকার উপরে। পাশাপাশি উন্নয়নমূলক কাজ চলছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেওয়ার লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছেন। এ বছর ১ কোটি ৮৯ লক্ষ ৭৯ হাজার ২৯ টাকা উদ্ধৃত রেখেই বাজেট পেশ করা হয়েছে।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১শত ৮৬কোটি ৭ লক্ষ ১৩ হাজার ৪শত ৩৩ টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১শত ৮৬ কোটি ৭ লক্ষ ১৩ হাজার ৪শত ৩৩ টাকা। এ খাতে উদ্ধৃত ধরা হয়েছে ৬৯ লাখ ২৫ হাজার ১শত ৪৩ টাকা।

উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৩৬ হাজার ১শত ৪৯ টাকা। মূলধনী খাতে ব্যয় ধরা হয়েছে ৯৫ লক্ষ ৫০ হাজার  টাকা। এ খাতে উদ্ধৃত ধরা হয়েছে ৯ লক্ষ ৮৬ হাজার ১৪৯ টাকা।

এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ পৌর কর্মকর্তা কর্মচারীসহ সুধীজন উপস্থিত ছিলেন প্রমুখ।

বিভি/এজেড

মন্তব্য করুন: