চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে ১৬ জন।
রবিবার (১৬ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মৃতরা হলেন- আব্দুল মান্নান (৪৫) ও মো. আলমগীর (৩০)। এদের মধ্যে আব্দুল মান্নান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং মো. আলমগীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান। নিহত দুইজনই চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৭৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮০৭ জন।
বিভি/টিটি
মন্তব্য করুন: