চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির পৃথক সামবেশ

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী ক্যাম্পে বিএনপির হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে মহানগরীর জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে যোগ দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সমাবেশে নেতারা হামলার ঘটনা নিন্দা জানিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এদিকে দেশজুড়ে বিএনপি পদযাত্রা কর্মসূচিতে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মী নিহত ও আহত হওয়ার ঘটনায় চট্টগ্রামে কেন্দ্র ঘোষিত শোক র্যালি কর্মসূচি পুলিশের বাধায় বের করতে পারেনি দলটি। পরে বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা।
এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ সিনিয়র নেতারা। এসময় তারা পুলিশি হস্তক্ষেপের নিন্দা জানান। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মসূচি পালন করতে অনুরোধ করা হয় বলে জানায় পুলিশ।
বিভি/টিটি
মন্তব্য করুন: