চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে সকাল ৮টা থেকে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম। নির্বাচন কর্মকর্তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে।
এদিকে রবিবার (৩০ জুলাই) সকাল ৮টার পরে নগরীর টাইগারপাসস্থ নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দীন বাচ্চু।
১৫৬টি কেন্দ্রের ১২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে ১ হাজার ৪০৭টি সিসিটিভি ক্যামেরা। নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মোতায়েন রয়েছে চার প্লাটুন বিজিবিও। এ নির্বাচনে ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার।
চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)। গত ২ জুন এই আসনের সাংসদ ডা. আফসারুল আমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: