• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাত ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ইঞ্জিন, যাত্রা বাতিল এগারো সিন্ধুর প্রভাতির

প্রকাশিত: ১৭:৫২, ২৭ আগস্ট ২০২৩

আপডেট: ১৭:৫৩, ২৭ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
সাত ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ইঞ্জিন, যাত্রা বাতিল এগারো সিন্ধুর প্রভাতির

ভৈরব স্টেশনে এগারো সিন্ধুর প্রভাতি সানটিংয়ের সময় ইঞ্জিন লাইনচ্যুতির ঘটনার সাত ঘণ্টা পর বিকাল সাড়ে চারটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছে। এখনো ট্রেনটি ভৈরব স্টেশনে আছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোরগঞ্জের দিকে যাত্রা শুরু করবে। তবে আজকের জন্য ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে বলে জানান ভৈরব স্টেশনের স্টেশন মাষ্টার মো. ইউসুফ মিয়া।

রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব রেল ষ্টশনের আউটার সিগন্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এর পর আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটিকে উদ্ধার করে।

ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতি ট্রেনটি ভৈরব ষ্টেশনে এসে সানটিং ( ইঞ্জিন ঘোরানো) করতে হয়। প্রতিদিনের ন্যায় আজও ভৈরব রেল ষ্টেশনে ট্রেনটি ইঞ্জিন ষ্টেশনের আউটার সিগন্যানেলের নিকট গেলে ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুৎ হয়। এ সময় রেললাইনে পাশে থাকা বসতবাড়ীর লোকজন বিকট আওয়াজে আতংকিত হয়ে পড়েন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, এ লাইনে ট্রেন আসার জন্য সীমানা নির্ধারণ (ক্রসচিহ্ন) সম্বলিত একটি খুঁটি বসানো ছিল। ট্রেনের চালক সেই খুটি ভেঙ্গে ইঞ্জিনটিকে পরিত্যাক্ত লাইনে নিয়ে আসলে এ দুর্ঘটনা ঘটে । ট্রেনের চালক বলছেন জরুরি ব্রেক করার পরও ইঞ্জিটি নির্ধারিত সীমানা অতিক্রম করে লাইচ্যুত হয়ে পড়েছে। লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা দুভোর্গে পড়েন। ট্রেনে আটকাকৃত অধিকাংশ যাত্রী বিকল্প রাস্তায় গন্তব্যের উদ্দ্যেশ্যে রওনা হন। 

এ বিষয়ে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যু হয়। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটিকে উদ্ধার করে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: