চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী থানায় ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করেছে র্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানাধীন মাটিয়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী ভিকটিম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাসিন্দা। ভিকটিমের সাথে মোহাম্মদ রুবেলের একটি অনুষ্ঠানে পরিচয় হয় এবং পরিচয়ের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কে এক পর্যায়ে তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে গিয়ে বিভিন্ন সময় ছবি তোলে। ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে মোহাম্মদ রুবেল শারীরিক সম্পর্ক স্থাপন করে।
পরবর্তীকালে মোহাম্মদ রুবেল ভিকটিমকে নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামা অনুযায়ী বিয়ে করে স্বামী-স্ত্রী হিসেবে বসাবাস শুরু করে এবং তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে।পরবর্তীকালে ভিকটিম তাদের পুত্র সন্তানকে স্কুলে ভর্তির জন্য স্বামী মোহাম্মদ রুবেলের কাছে তার জাতীয় পরিচয়পত্রের কপি চাইলে মোহাম্মদ রুবেল তাদের বিবাহের কথা অস্বীকার করে এবং ভিকটিমকে মারধর করে। পরে ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল চট্টগ্রাম বরাবর একটি কোর্ট পিটিশন দায়ের করে। আদালত ভিকটিমের আবেদনটি আমলে নিয়ে হাটহাজারী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক এই ঘটনার সত্যতা পাওয়ায় হাটহাজারী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: