• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

করতোয়ায় মর্মান্তিক নৌকাডুবির বর্ষপূর্তি

৭২ জন মরেছিলেন, আশ্বাসও দিয়েছিলেন মন্ত্রী, এক বছরেও হয়নি সেতু

মোশাররফ হোসেন, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১২, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
৭২ জন মরেছিলেন, আশ্বাসও দিয়েছিলেন মন্ত্রী, এক বছরেও হয়নি সেতু

করতোয়ায় নৌকাডুবির পর উদ্ধার কাজের ফাইল ছবি।

পঞ্চগড় করতোয়া নদীতে স্মরণকালের ভয়াবহ নৌকাডুবির এক বছর আজ। এতে ৭২ জনের প্রাণহানি ঘটেছিলো। এ দুর্ঘটনার পর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সেই ঘাটে দ্রুত সেতু নির্মানের আশ্বাস দিলেও আজো শুরু হয়নি তার নির্মাণ কাজ। জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে হাজারো যাত্রীকে। এতে হতাশ স্থানীয়রা।

একটি ব্রিজের অভাবে যুগের পর যুগ নৌকা অথবা বাঁশের সাঁকোতে নদী পার হন বোদা ও দেবীগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের মানুষ। গত বছরের এইদিনে আওলিয়ার ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ৭২ জন প্রাণ হারান। 

এরপর পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঘোষণা দেন আওলিয়ার ঘাটে ব্রিজ নির্মাণের। কথা ছিল গত ডিসেম্বরেই টেন্ডার হবে। কিন্তু ব্রিজের কাজ এখনো শুরু না হওয়ায় হতাশ স্থানীয়রা। 

গত মহালয়ায় পূজা দিতে সনাতন ধর্মালম্বীরা বদ্বেশ্বরী মন্দির যাওয়ার সময় মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় এবার অনাড়ম্বরভাবে পূজা উদযাপনের কথা জানায় মন্দির কমিটি। 

বোদা উপজেলার শ্রী শ্রী ত্রিস্রোতা বদ্বেশ্বরী শক্তিপীঠ মন্দির কমিটির সভাপতি শ্রী নিতিশ কুমার বকশি মুকুল বলেন, গত বছরের শোক এখনও আমরা ভুলিনি। এবার অনাড়ম্বরভাবে পূজা উদযাপন করবো আমরা। 

এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানান, আওলিয়ার ঘাটে ব্রিজ নির্মাণের সব প্রক্রিয়া এরিমধ্যে শেষ হয়েছে। 

জাতীয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে অনুমোদন হলেই ব্রিজের টেন্ডার আহ্বানের কথা বললেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

সব প্রক্রিয়া শেষে দ্রুত ব্রিজের কাজ শুরু হবে এই আশায় আছেন এলাকাবাসী। 

বিভি/এ.জেড

মন্তব্য করুন: