সিএমপি কমিশনারের পূজা মণ্ডপ পরিদর্শন

চট্টগ্রামে শারদীয়া দুর্গা উৎসবের আগে নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর জেএমসেন হলে পূজা মণ্ডপ পরিদর্শনের পর তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, নগরীর ২৭৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোতে ৪ স্তরের নিরাপত্তা বলয়, পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। দেড় হাজারের অধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে জানিয়ে তিনি আরও বলেন, পূজা মণ্ডপকেন্দ্রিক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপ সিসিটিভির আওতায় থাকবে।
বিভি/টিটি
মন্তব্য করুন: