• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে গণপরিবহন কম, বন্ধ দূরপাল্লার বাস 

প্রকাশিত: ১২:৩২, ১২ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে গণপরিবহন কম, বন্ধ দূরপাল্লার বাস 

চট্টগ্রামে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে চলছে বিএনপির ডাকা অবরোধ। অবরোধকালে মহানগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অবরোধের কারণে গণপরিবহন চলছে কম, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল করছে স্বাভাবিক নিয়মে।  

রবিবার (১২ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে নেভাল রোডে বিক্ষোভ মিছিল করা হয়। একই সময়ে বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন ও জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলালের নেতৃত্বে কুলগাও বটতলীতে এবং জাকির হোসেন রোডে খুলশী থানা বিএনপি ও ডবলমুরিং থানা যুবদলের আহবায়ক বজল আহমদের নেতৃত্বে আগ্রাবাদে বিক্ষোভ মিছিল করা হয়। কম সময়ের মধ্যে মিছিল শেষ করে নেতা-কর্মীরা দ্রুত সড়ক ছেড়ে যান।   

তবে অবরোধ কর্মসূচিতে চলছে ঢিলেঢালাভাব। অবরোধের কারণে চট্টগ্রাম মহানগরী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। নগরকেন্দ্রিক যানবাহন চলাচল বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। মহানগরীর স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার জানান, অবরোধের কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। সিডিউল মোতোবেক তাদের সব ট্রেন স্বাভাবিক নিয়মে চলাচল করছে।  

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2