• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৭২ দিন বন্ধ থাকা যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু

প্রকাশিত: ২০:১৭, ১৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
৭২ দিন বন্ধ থাকা যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সার কারখানা যমুনা সারকারখানা, গ্যাস সংকটে বন্ধ থাকার ৭২ দিন পর আবার উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১৭ নভেম্বর) মধ্য রাত থেকে কারখানায় শুরু হয় ইউরিয়া সার উৎপাদনের প্রক্রিয়া। 

এর আগে ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। বৃহস্পতিবার চালু হয় অ্যামোনিয়া উৎপাদন। 

কারখানা সুত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা। 

১৭০০ মেঃ টন উৎপাদনক্ষম ইউরিয়া উৎপাদনকারি এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়। চাহিদা মাফিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাস না থাকায় অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এ

দিকে ৭২ দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগ সচল করলে শুক্রবার মধ্যরাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ। 

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটের ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিলো। ১ নভেম্বর গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি। কারখানার যন্ত্রাংশ সচল করে শুক্রবার মধ্যরাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: