এবারের ইজতেমায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে: পুলিশ কমিশনার

ইজতেমা মাঠে পুলিশ কন্টোল রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য আহসান রাসেল।
সভায় গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট সোহেল ও গাজীপুর জেলা প্রশাসক এর প্রতিনিধি, গাজীপুর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কর্মকর্তা। এছাড়াও মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের পক্ষের মুরুব্বিগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভা শেষে পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের ইজতেমাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে, ফায়ার সার্ভিস টিম থাকবে, ম্যাজিস্ট্রেট টিম থাকবে। যাতে করে সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে আশা করছি এবারের ইজতেমা কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই সফলভাবে সম্পন্ন হবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: